রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
বেনাপোলে বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন
মোঃ ইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী। সারা দেশের ন্যায় বেনাপোলেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।বৃহস্পতিবার দিনের প্রথম প্রহরে দেশের প্রথম শত্রুমুক্ত শহর বেনাপোলের কাগজপুকুরের বধ্যভূমিতে গড়ে ওঠা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের, শার্শা ও বেনাপোল ইউনিট।পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন, শার্শা ও বেনাপোলের বীর মুক্তিযোদ্ধারা সহ ৮৫ যশোর ১ এর সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষে উপস্থিত ছিলেন যশোর জেলা কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জল।মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে আরো উপস্থিত ছিলেন, কামরুজ্জামান তরু, হাশেম আলী, লিটন হোসেন, ওসমাম গণি, জাহিদ হাসান, আয়ুব হোসেন, শরীফ হোসেম, মাহাবুব, মিল্টন সহ আরো অনেকে। সর্বশেষ মুক্তিযুদ্ধে সকল শহীদের উদ্দশ্যে দোয়া ও মোনাজাত করা হয়। এরপর বীর মুক্তিযোদ্ধারা সকলের মাঝে মিষ্টি এবং বীর সন্তানেরা সকলের মাঝে জাতীয় পতাকা বিতরণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.