রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২২ এপ্রিল ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২ | ২৩ শাওয়াল ১৪৪৬
বেনাপোল দিয়ে ৬০ মেট্রিক টন বিস্ফোরক আমদানী
পার্শ্ববর্তী দেশ ভারত হতে চারটি ট্রাকে মোট ৬০ মেট্রিক টন বিস্ফোরক দ্রব আমদানি করা হয়েছে। এর আমদানী কারক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।সোমবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে এ বিস্ফোরক দ্রব্যের চালানটি বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।এদিকে বেনাপোল বন্দর থেকে বিস্ফোরকটির চালান খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করে সিএন্ডএফ এজেন্ট মেসার্স নাজমুল ব্রাদার্স। পণ্য খালাসের আনুষ্ঠানিকতা শেষে রাতেই ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হয়। পরে ট্রাকগুলো দিনাজপুরের উদ্দেশ্যে বেনাপোল বন্দর ত্যাগ করে।বন্দর সূত্র জানায়, মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্য এক লাখ ৯৭ হাজার ৪০০ ডলার মূল্যের এই বিস্ফোরক দ্রব্য ভারত থেকে আমদানি করা হয়েছে।বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মনিরুজ্জামান জানান, দিনাজপুরের "মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড" পাথর ভাঙার কাজে ব্যবহারের জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.