রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বেনাপোল বন্দর দিয়ে আমদানী রপ্তানী বন্ধ
মোঃ ইকবাল হোসেন শার্শা উপজেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘটের কারনে আজ সোমবার সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানী রপ্তানী বানিজ্য বন্ধ রয়েছে পেট্রাপোল বন্দরে এলপি ম্যানেজার কর্তৃক নানাবিধ হযরানীর প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দিয়েছেন পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশন, ট্রান্সপোর্ট এসোসিয়েশন, যাত্রীবাহী পরিবহন সমিতি সহ বন্দর ব্যবহার কারী সংগঠন। পেট্রাপোল বন্দরে আমদানী রপ্তানী কাজে নতুন এলপি ম্যানেজার নতুন নতুন আইন তৈরী করার কারনে নানা হয়রানির স্বিক্রা হচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানী রপ্তানী কাজে নানা হয়রানি বন্ধ সহ নতুন এলপি ম্যানেজারের প্রত্যাহারের দাবীতে দফায় দফায় বৈঠক ও বিক্ষোভ সমাবেশ এলপি ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন। এলপি ম্যানেজার কর্তৃক হয়রানী করার প্রতিবাদে পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারীরা আরও বলেন তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কার্তিক চন্দ্র জানান, কোভিড ১৯ এর কারনে তাদের ব্যবসা বানিজ্যে আগের চেয়ে অনেক কমে গেছে। আগে যেখানে ২৪ ঘন্টায় ৭ শ থেকে সাড়ে ৭শ পন্যবাহী ট্রাক বাংলাদেশে রপ্তানী হতো। করোনার কারনে এখন মাত্র সাড়ে ৩শ ট্রাক পন্য রপ্তানী হচ্ছে। এরপর নতুন এলপি ম্যানেজার ব্যবসায়ীদের কোন কথা না বলে বন্দর এলাকায় প্রবেশের উপর নতুন নতুন আইন তৈরী করে আমাদের বানিজ্যে ব্যাঘাত ঘটাচ্ছে। নতুন এলপি ম্যানেজার বি,এস,এফ,কে কাজে লাগিয়ে পরিবহন কর্মিদের বন্দর অভ্যান্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা। পরিবহন কাজে জড়িত কর্মিদের আইসিপিতে প্রবেশের মুখে বিএসএফের বাধার মুখে পড়তে হচ্ছে। তিনি আরো বলেন ইউনিক কার্ড ছাড়া কোন পরিবহন কর্মিকে আইসিপি ও বন্দর অভ্যান্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।বন্দর অভ্যান্তরে প্রবেশ করতে না পারায় আমদানী রপ্তানী কাজে জড়িতদের নানা সমস্যায় পড়তে হচ্ছে। এসব হয়রানীর প্রতিবাদে প্রশাসনের সাথে বৈঠক করা হলেও এলপি ম্যানেজার তার সিদ্ধান্তে অটল রয়েছেন।আমদানী রফতানী কাজে বন্দর অভ্যান্তরে প্রবেশ সহ নানা হয়রানী বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোল চলবে। ধর্মঘট থাকায় সকাল থেকে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বন্ধ রয়েছে। বেনাপোল বন্দরের ডেপুটি পরিচালক মামুন তরফদার বলেন, ভারতের পেট্রপোল বন্দরে ধর্মঘটের কারনে বেনাপোল বন্দর দিয়ে আমদানী রফতানী বানিজ্য বন্ধ রয়েছে। ওপারে এলপি ম্যানেজারের বিরুদ্ধে ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট এসোসিয়েশন আন্দোলন করছেন। আমদানী রফতানী বানিজ্য বন্ধ থাকলেও আমাদের বন্দরে লোড আনলোড প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.