রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
বেরোবির নতুন প্রক্টর রাব্বানী
বেরোবি প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগি অধ্যাপক মো. গোলাম রাব্বানীকে নতুন প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩১ মে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে তাকে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশ অনুযায়ী ৩১ মে অপরাহ্ন থেকে এই আদেশ কার্যকর হবে।এছাড়াও, একইসাথে সহকারি প্রক্টর হিসেবে তিনজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মো. সানজিদ ইসলাম খান, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মনিরুল ইসলাম ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজমা আক্তারকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.