মিহির বিশ্বাস, খুলনা জেলা প্রতিনিধি:খুলনা মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল গেটে বেসরকারি পাট ,সুতা ও বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের এক সভা অনুষ্ঠিত হয়। খুলনা বেসরকারী পাঠকলের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ৬ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় শ্রমিক ফেডারেশনের সভাপতি মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে নেতা কর্মীদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ফেডারেশন নেতা বাবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, আফিল জুটমিল মজদুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন , ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক মো: লিয়াকত মুন্সী , ফেডারেশনের সহ-সভাপতি,মোঃ সেকেন্দার আলী , আমির মুন্সী ,সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস ,হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।সংক্ষিপ্ত সভায় শ্রমিক নেতারা বলেন আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই ।তাই পাওনা টাকা না নিয়ে আমরা ঘরে ফিরবো না। অবিলম্বে শ্রমিকের বকে পাওনা সহ ৬ দফা দাবি মেনে না নেওয়া হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ এই সভা থেকে শ্রমিক নেতৃবৃন্দ আগামী ৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় মহসিন জুট মিলে গেট সভা। ৯ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিলে গেট সভা । ১০ নভেম্বও বৃহস্পতিবার বিকাল ৪টায় আফিল জুট মিলের গেট সভা । ১১ নভেম্বর বিকাল ৪ টায় হুগলি বিস্কুট কোম্পানির গেট সভা এবং আগামী ১৩ নভেম্বর রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টা হইতে আমরণ অনশন পালন কর্মসূচি ঘোষণা করেন
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]