রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে মাদারীপুর শিল্পকলা একাডেমিতে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মত মাদারীপুরও সম্মেলন ও কমিটির গঠন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুবল চন্দ্র দাশ।অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি মো.জিয়া শাহিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আদনান হাবিব, সাংগঠনিক আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো.মাসুদুর রহমান, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আলিম দাড়িয়া। সভাপতিত্ব করেন মাদারীপুর কমিটির আহবায়ক মো.মিজানুর রহমান।অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আবু তাহের মেজবাহ, জয়নাল আবেদিন, লুৎফর রহমান রিপন, দিপংকর মন্ডল, মামুন আল রশিদ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য দূর করন, বেতন গ্রেড বৃদ্ধি করাসহ দাবি আদায়ের বিষয়ে আলোচনা করে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে ১১ দফা দাবি পেশ করা হয়। ১১ দফার মধ্যে অন্যতম হল তাদের ১০ গ্রেডে বেতন প্রদান এবং তাদের পদকে প্রশাসনিক কর্মকর্তা বা সচিব পদে নাম করন করতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]