আফগানিস্তানে দিনের পর দিন ক্ষমতার লড়াইয়ে নিজেদের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে তালেবান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, গত পাঁচ দিনে ৯ টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে দলটি।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সরিয়ে দিয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোতে নিজেদের পতাকা উড়িয়েছে তালেবান।
মার্কিন গোয়েন্দাদের শঙ্কা, তিন মাসের মধ্যে পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে তালেবানরা। দলটির বিরুদ্ধে সাধারণ মানুষকে হত্যার অভিযোগ উঠেছে।
এ অভিযোগের ব্যাপারে গতকাল বুধবার এক বিবৃতি দিয়েছে তালেবান। তাতে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে তালেবান।
বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে দলটি। বেসামরিক নাগরিকদের হত্যার জন্য সরকারি নিরাপত্তা বাহিনী ও বিদেশি সেনাদের দায়ী করেছে তারা।
এমনকি বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে তালেবান। তদন্তে নিজেদের পক্ষ থেকে সহায়তা দেওয়ারও অঙ্গীকার করেছে তারা।
তালেবানদের মুখপাত্র সুহাইল শাহীন এ ব্যাপারে বলেন, কোথাও কোনো বেসামরিক নাগরিক বা তাদের বাড়িঘরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেনি তালেবান। বরং অপারেশনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করেছে তারা।
তিনি আরো বলেন, আফগানিস্তানের নাগরিকদের এটা নিশ্চিত করতে চাই- কোনো ঘরবাড়ি কিংবা পরিবার তালেবানের দিক থেকে কোনো হুমকির সম্মুখীন হবে না।
সূত্র: আল-জাজিরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]