বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার আধার কোঠা স্টুডিয়াম মাঠ সংলগ্ন সুইট মিনার বাসার সামনে থেকে বুধবার (২১ অক্টোবর) দুপুরে পালসার মোটরসাইকেল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে। পরে চোরকে পুলিশের কাছে সোপর্দ করে।
জানা যায়, বুধবার দুপুরে সুইট মিনা বাসার সামনে মোটরসাইকেল রেখে বাসার ভিতর যায়। এ সময় চোর মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার সময় বোয়ালমারী মহম্মদপুর সড়কের ময়না ইউনিয়নের বর্ণিচর গ্রামের মধ্যে পৌছালে গাছের সাথে মেরে দেয়। স্থানীয় জনতা আগাই আসলে চোর পালানোর চেষ্টা করে। স্থানীয়রা বুজতে পেরে তাকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করে। পুলিশের জিজ্ঞাসাবাদে চোর জানায় সে যশোর জেলার কোতআলী থানার বিরামপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে হৃদয় হোসেন (৩২)।
থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]