বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলাতে সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর হোসেন জসীম মিয়ার এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলা করেছেন জসীম মিয়া। রবিবার ১১ অক্টোবর সন্ধ্যা ৬টার সময়ে বোয়ালমারী উপজেলা পরিষদের ভেতরে এই হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহার সুত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় নিজের প্রয়োজনে জসীম মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যায়। সেখানে মানুষের হট্টগোল দেখে এগিয়ে যান এবং দেখতে পান কথিত সাংবাদিক বিলায়েত মোল্যা ও মোঃ রেজাউল করিম দুজনে ড্রেজার ব্যবসায়ী ওমর ফারুক এবং ওদুদ মিয়ার সাথে কথা কাটাকাটি হচ্ছে, তখন সাংবাদিক জসীম মিয়া সবাইকে হট্টগোল করতে নিষেধ করে এবং বলেন এটা কি সাংবাদিকের কাজ না কি চাঁদাবাজ ওয়ালাদের কাজ। সাংবাদিকের আচরন আরও সহনশীল হতে হয়।
এরপরই কথিত সাংবাদিক বিলায়েত ও সাংবাদিক রেজাউল করিমের নির্দেশে জসীম মিয়ার উপর হামলা চালায়, জসীম মিয়ার ছেলে সাংবাদিক বিপ্লব এগিয়ে গেলে তার উপরও হামলা চালায় তারা এবং তাদের কাছে থাকা মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায়। আহত জসীম মিয়া বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিলে সুস্থ হয়। সুস্থ হয়ে তিনি থানায় হামলাকারিদের নামে থানায় এজাহার দায়ের করেন ।
এই বিষয়ে সাংবাদিক জসীম মিয়া বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা বর্তমানে নামধারী কিছু কথিত সাংবাদিক এই মহান পেশাকে কলঙ্কিত করছে। আমি এই হামলা ঘটনায় সঠিক বিচার দাবি করছি। হামলার ঘটনায়, বেলায়েত হোসেন ও রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি।
বোয়ালমারি থানা অফিসার ইনচার্জ মো: আমিনুর রহমান বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে এবং এই বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]