
মুকুল বোস, ফরিদপুর,প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা নগদ অর্থ সহায়তা নিয়ে হাজির হলেন তরুণ সমাজ সেসব আরশাফুজ্জামান মিলনের কর্মী বাহিনী ।করোনাভাইরাসে যখন কাঁপছে সারাবিশ্ব। বাংলাদেশের মানুষও ভাইরাসের কারণে এখন আতঙ্কিত । দিনমজুররা পড়েছেন মহাবিপদে । অনেকে কর্ম হারিয়ে বেকার হয়ে গেছে অনেকের ঘরের খাবার নেই । এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। এগিয়ে এসেছেন আরশাফুজ্জামান মিলন।এবার অসচ্ছল মানুষদের পাশে দাঁড়িয়েছেন নিজের পরিচয় গোপন রেখে ১০ নং ময়না ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আরশাফুজ্জামার মিলন ।চলমান করোনায় অসহায় ও দরিদ্র মানুষের পাশে খাদ্য উপহার নিয়ে হাজির হয়েছেন মিলন। আর তা করছেন নিজের পরিচয় গোপন রেখে।বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিয়েছেন নগদ অর্থ তার ভাগ্নে এবং সেচ্ছাসেবী বাহিনী । সপ্তাহব্যাপি (৬ থেকে ১১ মে) বোয়ালমারী উপজেলা ময়না ইউনিয়নের প্রায় একশ’ পরিবারকে নগদ অর্থ দেওয়া হয়। আগামীতে এরকম আরও একটি কার্যক্রম করা হবে বলে জানান তিনি।এ প্রসঙ্গে আরশাফুজ্জামান মিলন বলেন, ‘এখানে আসলে পরিচয়টা মুখ্য নয়। আমরা এ সময়ে গরিব মানুষের জন্য কিছু নগদ অর্থ আমার লোকের মাধ্যমে উপহার হিসেবে তুলে দিয়েছি । আমরা অসহায় দরিদ্র মানুষকে টার্গেট করে সেই সব মানুষের বাড়ি হাজির হচ্ছি। সামনে পবিত্র ঈদ এই অর্থ পেলে কিছু না কিছু উপকার হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের সবার উচিত এই সময় মানুষের জন্য কাজ করা। আমি যে এলাকায় নগদ অর্থ সহায়তা দিয়েছি সেখানকার মানুষরা খুবই গরিব। এমন মানুষদের পাশে দাঁড়ানো দরকার।
no views