বিধান মন্ডল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ঐক্য *শান্তি *উন্নয়ন
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন এর রামদিয়া কামারপাড়ায় অবস্থিত কামারপাড়া সর্বজনীন দূর্গা পূজা মন্দিরের ভাংচুরকৃত প্রতিমা পরিদর্শনে যায় বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও ছাএ পরিষদ বোয়ালমারী উপজেলা শাখার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হৃদয় কুমার দাস, বোয়ালমারী উপজেলা কমিটির সভাপতি অরূপ কুমার মিত্র, সাধারণ সম্পাদক পিয়াস সাহা, সহ সভাপতি কল্লোল বিশ্বাস, সিঃসহ সভাপতি চিন্ময় দাস, সহ সভাপতি অসীম সরকার, সহ সভাপতি প্রভাস মালো, সিঃ সহ সাধারণ সম্পাদক প্রদীপ বালা, সহ সাধারণ সম্পাদক দীলিপ কুমার ঘোষ, সহ সাংগঠনিক সম্পাদক শোভন কুমার সাহা, প্রলয় কুমার কার্যনিবার্হী সদস্য, উপজেলা হিন্দু ছাএ পরিষের নেতা পল্লোব কুমার বালা সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উক্ত মন্দিরে উপজেলা শাখার পক্ষ থেকে প্রতিমা পূর্ণ নিমানের জন্য কিছু আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং তাদের পাশে থাকার আস্বাস দেওয়া হয়।