বোয়ালমারী প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে অন্যায়ভাবে গ্রেফতার ও হয়রানীর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোয়ালমারীর সংবাদকর্মীরা। ১৮ মে দুপুরে স্থানীয় বোয়ালমারী বার্তা কার্যালয়ে এক জরুরী সভায় এ নিন্দা ও প্রতিবাদ জানান তারা। সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাড. কোরবান আলীর সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চন্দনা সম্পাদক কাজী হাসান ফিরোজ, দৈনিক সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি কামরুল সিকদার, সকালের সময় প্রতিনিধি মো. জাকির হোসেন, ঢাকা টাইমস প্রতিনিধি আমীর চারু বাবলু, বাংলা টিভি প্রতিনিধি সুমন খান, কালের কন্ঠ প্রতিনিধি এমএম নুর ইসলাম, বাংলাদেশের খবর প্রতিনিধি এমএম জামান, এশিয়ান টিভি প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, আমার সংবাদ প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, বাঙ্গালী খবর প্রতিনিধি রেজাউল করিম, খবরপত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, ভোরের সকাল প্রতিনিধি আব্দুল্লাহ আল রনি, ভোরের দর্পণ প্রতিনিধি এসএম রুবেল, আজকের সংবাদ প্রতিনিধি টুটুল বসু, আমাদের সময় সনৎ চক্রবর্তী, সাংবাদিক মুকুল বোস, বোয়ালমারী বার্তা প্রতিনিধি কায়েস দেওয়ান প্রমুখ। বক্তারা বলেন, ‘সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যে আচরণ করা হয়েছে তাতে আমরা চরমভাবে মর্মাহত। এটা সংবাদপত্র শিল্পের কন্ঠরোধের সামিল। আমরা এ ধরনের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করছি।
Notifications