মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার রুপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামের ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন (৩৫) ও চতুল ইউনিয়নের বাইখির গ্রামের চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি আইয়ুব আলীকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে। এসআই মামুন ইসলাম বলেন, সোমবার (২২ ফেব্রুয়ারি) অামির হোসেনকে রাত ২টার দিকে তার নিজ বাড়ি কাটাগড় গ্রাম থেকে ও আইয়ুব আলীকে একই রাতে ৩ টার দিকে তার নিজ বাড়ি বাইখির থেকে গ্রেফতার করা হয়। আমির হোসেনের নামে ডাকাতি মামলার সাজা ও আইয়ুব আলীর নামে চেক জালিয়াতি মামলার ৪ মাসের সাজা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গ্রেফতারকৃতদে সোমবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]