রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
বোয়ালমারী পৌর শহর যানজটমুক্ত করতে নয়া পদক্ষেপ
মুকুল বোস বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ফরিদপুরে প্রচীনতম থানা ও ব্যস্ততম বাণিজ্যিক শহর বোয়ালমারী পৌরশহরের যানজট মুক্ত ও চুরি ডাকাতি প্রতিরোধে ৩টি নতুন পদক্ষেপ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভার প্রস্তাবনার আলোকে উত্থাপিত তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা বাস্তবায়নের যৌথ উদ্যোগ নিয়েছে বোয়ালমারী পৌরসভা ও বাজার বণিক সমিতি । সোমবার (৫ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে তার কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন তিনটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তের মধ্য রয়েছে- যানজট নিরসনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার সদরে কোন ট্রাক প্রবেশ করতে পারবে না। সকাল ৮টার মধ্যে বাজারে প্রবেশকারী ট্রাকগুলো মালামাল ২ ঘন্টার মধ্যে খালাশ করে সকাল ১০টার মধ্যে বেরিয়ে যাতে হবে।
তবে পবিত্র রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের কথা মাথায় রেখে আপাতত সময়সীমা সন্ধ্যা ৬টার পরিবর্তে কমিয়ে বিকেল ৪টা করা হয়েছে, এ ছাড়া সারা বছর আটটা-ছয়টা সময়সীমা বলবৎ থাকবে।
দ্বিতীয়ত যানজট নিরসন এবং পথচারীদের দুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের দখলে থাকা শহরের সড়কগুলোর দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া চুরি ডাকাতি ও আইন শৃঙ্খলা স্বাভাবিকসহ যে কোন অপ্রীতিকর ঘটনা চিহ্নিত করতে বোয়ালমারী পৌর শহরের গুরুত্বপূর্ণ সব স্থানে ঈদুল ফিতরের পরে ক্লোজ সার্কিট টিভি (সিসিটিভি) স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
এ সভায় উপস্থিত ছিলেন বোয়ালমারী পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাবু, ব্যবসায়ী হাজী সিদ্দিকুর রহমান, বিকাশ এগ্রোফুডের চেয়ারম্যান বিকাশ চন্দ সাহা, বজলুর রহমান, অরবিন্দ সাহা প্রমুখসহ বোয়ালমারী পৌরসভার কর্মকর্তাবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.