হৃদয় শীল মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসষ্টার্ন্ড থেকে রাজবাড়ি বাইপাস সড়কের সদরদী পর্ষন্ত খানাখান্দ, প্রায়ই ঘটছে দূর্ঘটনা। চরম দূর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারি যাত্রী ও চালকেরা। সড়কের নির্মানের কয়েক বছরের মধ্যে সড়কের এমন দশায়। এতে করে দিন দিন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এ সড়কটি। সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে এমনিতেই খানাখন্দ, তারপর বৃষ্টি হলে সড়ক যেন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ কারনে সড়কে প্রায়ই উন্টে যাচ্ছে গাড়ি।
যাত্রী ও চালকেরা বলেন, প্রথমত সড়কে খানাখন্দ তারপর বৃষ্টি, এ যেন মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দাড়িয়েছে। এ সড়ক দিয়ে চলাচল করতে আমাদের অনেক সমস্যা হয়। এ কারনে যাত্রী ও এ সড়ক দিয়ে কম চলাচল করে।
এ বিষয়ে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টা ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এলজিইডি নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]