মোঃ সুমন, বিশেষ প্রতিনিধি : বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাঙ্গামাটিতে বিহার-শ্মশান সংস্কার, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে রাঙ্গামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সরকারী অনুদানের অর্থ প্রদান করা হয়। রাঙ্গামাটি বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাঙ্গামাটি ট্রাস্টি জয়সেন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, রেমলিয়ানা পাংখোয়া প্রমূখ।
আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের কথা সব সময় চিন্তা করে বলেই এই ট্রাস্টের মাধ্যমে অনুদার প্রদান করা হচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ বলেই দেশকে একটি অসাম্প্রদায়িক দেশে রূপান্তর করেছে। সকল ধর্মের মানুষর যারা যার ধর্ম শান্তিপূর্ণ ভাবে পালন করে যাচ্ছে।
তিনি বলেন, এই বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে বিতরণকৃত অনুদান যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। যাতে করে সকল মন্দিরের দায়িত্বশীল লোকজন উন্নয়ন কাজ করতে সাহস পায়। তিনি বলেন, এই কল্যাণ ট্রাস্ট সমসময় ধর্মীয় কাজে যেমন সহযোগিতা করে আসছে তেমনী দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকারের পক্ষ থেকে শম্মান সংস্কার ও অসহায় রোগীদের সহায়তার জন্য সর্বমোট ২লক্ষ ৯০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]