খাদেমুল ইসলাম,পঞ্চগড় জেলা প্রতিনিধি:বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি ৩ দিনের সরকারী ছুটি ঘোষনা করা হয়েছে।বাংলাবান্ধা স্থলবন্দ ৩ দিনের সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে বৃহস্পতিবার ৪ মে সকাল থেকে দু'দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষনা করেছেন।তবে বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে বলে জনাগেছে । তবে আবারও আগামী রবিবার ৭ মে থেকে সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।এব্যাপার ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে বদ্ধ পূর্নিমা উৎসব উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ থাকবে।
ট্রাক চালকরাও ট্রাক চালাতে চান না। সে কারণে কোন পণ্য আনা নেওয়া হবে না।আমদানী রপ্তানি বন্ধ থাকবে।
বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন জানান, পূর্নিমা
উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকার বিষয়টি ভারতীয় সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন থেকে আমাদের আগেই জানিয়ে দিয়েছেন। তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ কাস্টম ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক থাকার বিষয়টি জানিছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব।
এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়।বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। এই দিনে বৌদ্ধধর্মাবলম্বীগণ স্নান করেন, শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে বুদ্ধের বন্দনায় রত থাকেন। ভক্তগণ প্রতিটি মন্দিরে বহু প্রদীপ প্রজ্জ্বলিত করেন, ফুলের মালা দিয়ে মন্দিরগৃহ সুশোভিত করে বুদ্ধের আরাধনায় নিমগ্ন হন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]