মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। স্থানীয় সময় সোমবার (২১ ডিসেম্বর)
ব্রাজিলে আগের মতোই করোনা পরিস্থিতি। গত একদিনে লাতিন আমেরিকার দেশটিতে ২৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে সাড়ে ৭২ লাখ অতিক্রম করেছে। প্রাণহানি ঘটেছে আরও ৫৪৯ জনের। ফলে আজ মৃতের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৬২১ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৭২ লাখ ৬৪ হাজার ২২১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৪৯ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৮৭ হাজার ৩২২ জনে ঠেকেছে।
অপরদিকে এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৬২ লাখ ৮৬ হাজার ৯৮০ জন রোগী। এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ৪১ হাজার ১৭৯ জন।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত একজনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]