লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও কমেছে সুস্থতার হার। অন্যদিকে আগের মতোই সংক্রমণের গতি। এতে করে আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৩৮ হাজার ছাড়িয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ৫০১ জনের। ফলে প্রাণহানি বেড়ে ১ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৮০ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৩৮ হাজার ৩৫০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫০১ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৭১ হাজার ৯৯৮ জনে ঠেকেছে।
অপরদিকে, এখন পর্যন্ত সেখানে করোনামুক্ত হয়েছেন ৫৫ লাখ ৩৬ হাজার ৫২৪ জন রোগী। এর মধ্যে গত একদিনেই সুস্থতা লাভ করেছেন ৭ হাজার ৯২৫ জন।।
চলতি বছরের ২৬ ফেব্রুয়ারিতে দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এর পর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।
তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]