মোঃ সাইফুল ইসলাম ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার একমাত্র স্বনামধন্য সেবা প্রতিষ্ঠান ” শৃঙ্খলাই জীবন” এই মূলমন্ত্রে উজ্জীবীত ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের দৈনন্দিন কার্যক্রম শুক্রবার সকালে শুভ উদ্বোধন করা হয়েছে। বিগত ১৩ বছর যাবৎ এই প্রতিষ্ঠানটি সাপ্তাহিক একদিন কার্যক্রম পরিচালনা করে আসছে। সকাল থেকে দৈনন্দিন কার্যক্রমের পরিচালনার অংশ হিসাবে উপজেলা ডায়াবেটিক সমিতির আয়োজনে উপজেলা সদরের ধান্যদৌল ডায়াবেটিক হাসপাতাল মাঠে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বিএমএ’র কুমিল্লা জেলা সাধারন সম্পাদক ও যিনি বিগত ১৩ বছর যাবৎ এলাকার অসহায় ও গরীব মানুষের বিনামূল্য ডায়াবেটিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন ডা. মোঃ আতাউর রহমান জসীম। অনুষ্ঠানে শোক প্রস্তাব তুলে ধরেন ডায়াবেটিক হাসপাতালের কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. নজরুল ইসলাম। সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু রেজা সেলিম রেজা সৌরভের পরিচালনায় ও ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি এডভোকেট আ.হ.ম. তাইফুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা.মীর মোবারক হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী ও জমিদাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম, অর্থমন্ত্রনালয়ের উপসচিব ডা. জসিম উদ্দিন, বাংলাদেশ কিডনি ইনস্টিটিউটের সাবেক পরিচালক ডা. জামানুল করিম, ডা. মোসা. রেখা, কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালের কনসালটেন্ট ডাঃ দিলরুবা বেগম, কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) পরিচালক রঞ্জন কুমার গুহ, জাতীয় শিক্ষক নেতা অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মিঠু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মুমিন ফেরদৌস, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সিসিএন বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা তারিকুল ইসলাম চৌধুরী, আজীবন সদস্য মাহবুব মজুমদার, অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম মজুমদার, অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, অধ্যক্ষ রাখাল চন্দ্র দাস, নবাব ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম, ঢাকাস্থ বুড়িচং – ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতির সভাপতি এমএ মতিন, আজীবন দাতা সদস্য ডা. জহিরুল হক, সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কলেজের শিক্ষক, এলাকার বিভিন্ন শ্রেণীপেশার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৮ views