দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: আসলে আবেদন ছাড়া কিছুই করেনি বাংলাদেশ। যদিও বাংলাদেশের নীতিনির্ধারকেরা ব্রিকসের নতুন সদস্যপদ পাওয়া নিয়ে বিশেষভাবে উৎসাহী ছিলেন। আসন্ন জাতীয় নির্বাচনের পূর্বে ভিন্ন এক ভূরাজনৈতিক পরিস্থিতিতে ব্রিকসের সদস্যপদ পেলে তা বাংলাদেশের জন্য নতুন এক মাত্রা যোগ করত বলেই ধারণা করা হচ্ছিল।
তবে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ব্রিকসে দেশ ছয়টির সদস্যপদ ২০২৪ সালের ১ জানুয়ারি কার্যকর হবে।
ব্রিকসের নতুন সদস্যপদের মানদণ্ড কী হবে, সেটা নিয়ে দ্বিধাবিভক্তি আছে। এমন তথ্য জানার পর বাংলাদেশও ব্রিকসের সদস্য হওয়ার ক্ষেত্রে কিছুটা হাল ছেড়ে দিয়েছিল। নতুন করে ছয় দেশকে ব্রিকসে যুক্ত করার মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে জোটের নতুন সদস্যপদের মানদণ্ড সম্পর্কে বাংলাদেশ যথাযথভাবে অবহিত ছিল না কিংবা অবহিত হওয়ার চেষ্টা করেনি।