শিরোপা ধরে রাখার মিশনে ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে ব্রেন্টফোর্ডকে ২-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে পেপ গার্দিওলার দল।
২৪ ম্যাচে ১৯ জয় আর ৩ ড্রয়ে এখন ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যান সিটি। ২২ ম্যাচে ১৪ জয়, ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল।
ম্যাচে বল দখল কিংবা শটে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকলেও গোল পাচ্ছিল না সিটি। কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, এমেরিক লাপোর্তেরা একের পর এক সুযোগ মিস করছিলেন।
অবশেষে প্রথমার্ধের ৪০ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোল তুলে নেন রিয়াদ মাহরেজ।
দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চেলসি। এই গোলেও ছিল সৌভাগ্যের ছোঁয়া। প্রতিপক্ষ গোলরক্ষক রায়া সতীর্থের ব্যাকপাস ভুল করে তুলে দেন রহিম স্টার্লিংয়ের পায়ে।
সঙ্গে সঙ্গেই ইংলিশ ফরোয়ার্ডের শট রায়া ঝাঁপিয়ে পড়ে আটকালেও ফিরতি বলে পা ছুঁইয়ে দেয়ার সুযোগ মিস করেননি ডি ব্রুইন। উল্লাসে মাতে ম্যান সিটি শিবির। শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]