রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২৮ হাজার টাকা জরিমানা
কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পরিমাণে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার সহ নানা অভিযোগে আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ১৮ ই (এপ্রিল) সোমবার বেলা ১২টা থেকে বিকেল পর্যন্ত পৌরশহরের হাজীগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এ সময় বিএসটিআই (সিলেট)-এর পরিদর্শক সুমন সাহা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিমাণে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের মাছ ব্যবসায়ী মুনি মিয়াকে ২ হাজার টাকা, সুতলি ব্যবসায়ী আব্দুল আলীকে ২ হাজার টাকা, মুদি দোকানী আবু বক্করকে ২ হাজার টাকা, আব্দুল বাছিতকে ২ হাজার টাকা, অজয় দেবকে ২ হাজার টাকা, চম্পুদে কে ৩ হাজার টাকা, মোহাম্মদ নজমুল হককে ১০ হাজার টাকা ও মিষ্টি ব্যবসায়ী গৌতম কুণ্ডকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।পরিমাণে কম দেওয়া, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ওজন পরিমাপ ও মানদন্ড আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় আটটি মামলায় আট ব্যবসায়ীকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.