জেমস রহিম রানা: যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর উপজেলার ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার বিকালে মশিয়াহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল’রুম এ প্রতিনিধি-সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী। সভার শুরুতে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আজীবন বিপ্লবী কৃষক নেতা মোহাম্মদ আলীর মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়। এরপর শুরু হয় আলোচনা।
সভায় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহ্বায়ক আ. হামিদ গাজী, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস, অধ্যাপক অনিল বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, শেখর বিশ্বাস, ব্রজন সরকার, তুষা চামলী, রাশিদা বেগম, চৈতন্য কবিরাজ, আব্দুল আজিজ, অজিত মল্লিক প্রমুখ।
বক্তারা দ্রুত আমডাঙ্গা খাল সংরক্ষণ গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়ন, অবিলম্বে বিল কপালিয়ায় টিআর এম চালু, স্কেবেটার দিয়ে পলি অপসরণ, লুটপাটের জন্য প্রস্তাবিত ৪৫ কোটি টাকার সেচ প্রকল্প বাতিল, সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে করাসহ ছয় দফা দাবি জানানো হয়।
সভায় ছয়দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ তারিখ শনিবার সকালে মণিরামপুরের জলাবদ্ধ সুজাতপুর গ্রামে সংবাদ সম্মেলন ও ৩০ তারিখ বুধবার আমডাঙ্গা থেকে নওয়াপাড়া পর্যন্ত পদযাত্রা করার সিদ্ধান্ত গৃহীত হয়।