দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :রেল কর্মকর্তাদের নিয়ে রোববার সকাল সাড়ে ৫টায় ট্রায়াল রানে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা গেল নতুন ট্রেন। আবার ঢাকা থেকে ভাঙ্গায় ফিরে এলো দুপুরে। সংশ্লিষ্টরা জানান, ১ সেপ্টেম্বর এসিযুক্ত নতুন বগি দিয়ে উদ্বোধন করা হবে ট্রেন চলাচল। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রেল কর্মকর্তারা বারবার ট্রায়াল দিয়ে ঢাকা যাচ্ছেন। আবার ঢাকা থেকে ভাঙ্গা আসছেন।
ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মো. শাজাহান জানান, শনিবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে ৬টি বগিবিশিষ্ট নতুন একটি ট্রেন আনা হয়েছে। রোববার সকাল ৫টা ২৫ মিনিটে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এরপর সকাল সাড়ে ৮টায় ঢাকা থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২টায় ট্রেনটি ভাঙ্গায় আসে। সেটি ফের বেলা সাড়ে ৩টায় ভাঙ্গা থেকে ঢাকায় যায়। তবে পথে বিভিন্ন জায়গায় থামতে হয়। যেখানে লাইনে সমস্যা মনে হয়েছে সেখানে সংশ্লিষ্টরা ট্রেনটি দাঁড়িয়ে রেখে কাজ সম্পন্ন করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]