দৈনিক শিরোমণি ডেস্ক:পদ্মা সেতু হয়ে ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত ট্রেন চলবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে। আর ফরিদপুরের ভাঙ্গায় নির্মিত হচ্ছে আন্তর্জাতিক মানের রেলস্টেশন। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা উপজেলার বামনকান্দা রেলস্টেশন পরিদর্শনে এসে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব কথা বলেন।
তিনি বলেন, বামনকান্দা রেলস্টেশনে এখন ৬টি ট্রেনলাইনের কাজ প্রায় শেষের পথে। পরে বাকি আরও চারটি নতুন রেললাইন নির্মাণ করা হবে। সেই জায়গা রাখা হয়েছে। ওই নতুন ৪ লাইন দিয়ে বরিশাল হয়ে পায়রা বন্দর পর্যন্ত ট্রেন চলাচল করবে। সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে। এছাড়া বর্তমানে ভাঙ্গা থেকে রাজবাড়ী ট্রেন চলাচল করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]