দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ, ফকিরহাট, রূপসা ব্রীজ খুলনা হয়ে ফুলতলা পর্যন্ত দূরত্ব ১১৫ কিমি. অর্থাৎ ৬৫ কিমি অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ফুলতলা থেকে যাত্রী নিয়ে বাস গুলো রূপসা ব্রীজ, ফকিরহাট, গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হয়ে ঢাকা চলাচল করছে। ভাটিয়াপাড়া নড়াইল ফুলতলা সড়কের নড়াইলের গোবরা বাজার থেকে ফুলতলা ১৭ কিমি সড়কে অনেক মোড় অর্থাৎ বাঁক থাকায় বড় বাস সার্ভিস চালু করছে না। এই সড়কের বাঁক সোজা করতে পারলে ঢাকা থেকে ভাটিয়াপাড়া নড়াইল ফুলতলা সিকিরহাট সময় কমবে ১ ঘণ্টা, দূরত্ব কমবে ৬৫ কিমি। নড়াইল-ফুলতলা জেলা মহাসড়ক প্রশস্ত করায় নড়াইল থেকে খুলনা যেতে ৮০ কিলোমিটার ঘুরে যশোরে যাওয়ার প্রয়োজন হবে না।৪০ কিলোমিটার পাড়ি দিয়েই নড়াইল থেকে খুলনা পৌঁছানো যাবে। উপরন্তু ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জ-ঘোনাপাড়া-খান জাহান আলী সেতু (রূপসা সেতু) হয়ে খুলনা যাওয়ার বিকল্প সড়ক হিসেবে ভাটিয়াপাড়া-নড়াইল-ফুলতলা সড়কটি ব্যবহৃত হবে।নড়াইল ফুলতলা সড়কের নড়াইলের গোবরা বাজার থেকে অভয়নগরের শিকীরহাট ফেরী ঘাট ১৭ কিমি রাস্তায় অসংখ্য বিপদ জনক মোড় অর্থাৎ বাঁক। অধিকাংশ বাঁকে বিপরীত দিক থেকে গাড়ী দেখা যায় না।ফলে যান চলাচলে মারাত্নক ঝুঁকি। সড়ক যান চলাচলে সুবিধা করতে হলে বাঁক সোজা করতে হবে, তা হলে ভাটিয়াপাড়া নড়াইল ফুলতলা হয়ে সংক্ষিপ্ত সময়ে নড়াইল ঢাকার যাত্রী খুলনা পৌঁছে যাবে এই সড়ক ব্যবহার করে।