দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: বিদ্রোহী ওয়াগনার সেনাদের তিনটি সুযোগ দেওয়ার কথা বলেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি জানিয়েছেন, যেসব সেনা বিদ্রোহ করেছিল— তারা চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মূল সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে চলে যেতে পারবেন।পুতিন বলেছেন, ‘আমরা জানি ওয়াগনারের সেনা ও কমান্ডারদের বেশিরভাগেই রাশিয়ার দেশপ্রেমিক। তারা জনগণ ও রাষ্ট্রের প্রতি নিজেদের নিবেদিত করেছে। ইউক্রেনে সাহসী যুদ্ধের মাধ্যমে এটি প্রমাণও করেছে তারা।’
তিনি আরও বলেছেন, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে অথবা অন্যান্য আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর চুক্তি করে আপনারা চাইলে রাশিয়াকে সেবা দিয়ে যেতে পারেন অথবা আপনারা আপনাদের বন্ধু ও পরিবারের কাছে ফিরে যেতে পারেন।’
‘যারাই চান তারা বেলারুশে যেতে পারবেন। আমি যে কথা দিয়েছি সেটি পূরণ হবে। আমি আবারও বলছি, কোনটি বেঁছে নেবেন সেটি আপনাদের ব্যাপার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]