শিরোমণি ডেস্ক রিপোর্ট : ভারতকে উদ্দেশে নুরুল হক বলেন, ‘আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরাও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। তবে সে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। পশ্চিমাদের মতো আপনারাও বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে অবস্থান পরিষ্কার করুন। আপনারা কেন এ রকম একটা অগণতান্ত্রিক, অজনপ্রিয়, কর্তৃত্ববাদী সরকারকে সমর্থন দিচ্ছেন?’
গণ অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম, নুরে এরশাদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার পোদ্দার, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, পেশাজীবী অধিকার পরিষদের আহ্বায়ক জাফর মাহমুদ প্রমুখ।