ইংল্যান্ডে অবসর সময়ে ঘুরে বেড়িয়েছেন বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটার। যে কারণে এরইমধ্যে দুইজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে এক জনের নাম জানা গেছে। তিনি হলেন ঋশভ পান্ট। তবে ব্যাপারটি নিয়ে চিন্তিত নন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
পান্টদের ইংল্যান্ডে ঘুরে বেড়ানো নিয়েও কোনও দোষ দেখছেন সৌরভ। বৃহস্পতিবার ওমান যাওয়ার আগে ব্যাপারটি জানিয়েছেন তিনি।
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। এজন্য বৈঠক করতে ওমানে গেছেন সৌরভ। তার আগে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খেলবে পান্ট। এ নিয়ে চিন্তা নেই। এখনও অনেকদিন বাকি টেস্ট শুরু হতে। ইতিমধ্যেই বেশ কিছু দিন হয়ে গিয়েছে নিভৃতবাসে রয়েছে ও। ছুটিতে ছিল ওরা, ঘুরতে বেরিয়ে এমন হতেই পারে। তা নিয়ে চিন্তা করার কিছু নেই।’
এবার ইংল্যান্ডের মাটিতে ভাল খেলবে ভারত। এমনটাই আশা করেন সৌরভ, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা ম্যাচে হেরেছে বলে দল খারাপ খেলবে ভাবার কোনও কারণ নেই। পাঁচ ম্যাচের সিরিজ। লম্বা সফর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রথম ম্যাচে হেরেও দল সিরিজ জিতে এসেছে।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]