ভারতের উত্তর প্রদেশের কানপুরে ৮৯ জনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জিকা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে।
কানপুরের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. সেপাল সিং বলেছেন, কানপুরে জিকা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে।
এর আগে ২০১৭ সালে ভারতের গুজরাটে জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়।
জানা গেছে, জিকা ভাইরাস এডিস মশার একটি প্রজাতির মাধ্যমে ছড়ায়। তবে শারীরিক সম্পর্কের ফলেও এটি ছড়াতে পারে।
২০০৫ সালে এটি মহামারি রূপে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ছড়িয়ে পড়ে। কানপুরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয় গত ২৩ অক্টোবর। এক সপ্তাহ ধরে এর সংক্রমণ বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, ৮০ শতাংশ ক্ষেত্রে জিকা ভাইরাসে আক্রান্ত রোগীর কোনো উপসর্গ প্রকাশ পায় না। এটি মানুষের স্নায়বিক বিপর্যয় ঘটায়। বিশ্বে ১৯৪৭ সালে জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]