করোনাভাইরাসে এই মুহূর্তে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। গত কয়েকদিনে দেশটিতে সংক্রমণ কমলেও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (২১ মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৪ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৯ হাজার ২৬৯ জন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন আরও প্রায় ১৩ হাজার মানুষ এবং আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৪৪ হাজার ২৫৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৫৮ লাখ ৩১ হাজার ১৬১ জন।