মনিরুজ্জামান সরকার প্রতিনিধি, লালমনিরহাট, দৈনিক শিরোমণিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডোর বিজিবি চেকপোস্টে ২৩ বাংলাদেশিকে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে জিম্মায় দেয়া হয়েছে। আটককৃতরা ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়াতে পারে বলে দহগ্রাম এলাকায় আতঙ্ক বিরাজ করছে।মঙ্গলবার রাতে উপজেলার দহগ্রাম-আঙ্গারপোতা ২০শয্যা হাসপাতালে স্বাস্থ্য বিভাগের নির্দেশে তাদের ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখেন পুলিশ ও উপজেলা স্বাাস্থ্য বিভাগ। এর আগে সন্ধ্রায় তিনবিঘা করিডোর দিয়ে পার হওয়ার সময় তাদের আটক করেন বিজিবি। আটককৃতদের সবার বাড়ী ঢাকা সাভারে। ভারত ফেরত ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ জন শিশু মিলে ২৩ জন।পুলিশ সুত্রে জানান, আটককৃতরা পেশায় সাপুড়ে বেদে সম্প্রদায়ের লোক। তারা অবৈধ ভাবে ভারতে প্রবেশ। ভারত থেকে ফেরার পথে দহগ্রাম এলাকার স্থানীয় দালাল আশরাফুল ইসলাম (৩৫) এদের তিনবিঘা দিয়ে পার করার কথা বলে তাদের কাজ থেকে টাকা হাতিয়ে নেন। পরে আশরাফুল ইসলাম (৩৫) কে বিজিবি আটক করে থানা পুলিশের সোপর্দ্দ করেন।দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রধান জানান, পাটগ্রাম পুলিশ শিশুসহ ২৩ জনকে আমার জিম্মায় দিলে আমি পুলিশের সহযোগিতায় দহগ্রাম-আঙ্গারপোতা ২০ শয্যা হাসপাতালে তাদের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছি।এ বিষয়ে দহগ্রাম বিজিবি কমান্ডার নাসির হোসেন ও পানবাড়ি কোং কমান্ডার নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের কোয়ারেন্টটাইনে রাখা হয়েছে ।সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আশরাফুল ইসলাম (৩৫)নামে এক দালালকে আটক করা হয়েছে এসময় তার কাছ থেকে ভারতীয় ৩৫ হাজার রুপি জব্দ করা হয়েছে।তিনি আরও জানান, অবৈধ পথে ভারত থেকে ফেরত এসব লোকের করোনা টেস্ট হবে। ফলাফল না হওয়া পর্যন্ত তারা নজদারীতে থাকবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]