শিরোমনি ডেস্ক রিপোর্ট:তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে ‘তিস্তা বাঁচাও আন্দোলন’ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।সংগঠনের আহ্বায়ক আইনজীবী পলাশ কান্তি নাগের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আবদুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, সাংবাদিক বাবলু নাগ, নারী সংগঠক সানজিদা আক্তার, শ্রমিক সবুজ রায়, মসিউর রহমান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ভারত আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে একতরফাভাবে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে। তিস্তার উজানে ভারতের গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার কারণে উত্তরবঙ্গ এলাকা এখন মরুভূমির পথে। ভারতের পানি আগ্রাসনের কারণে এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন হওয়ার উপক্রম হয়েছে। প্রমত্ত তিস্তা ধু ধু বালুচরে পরিণত হয়েছে। হাজার হাজার মৎস্যজীবী, মাঝি বেকার হয়ে পথে বসেছেন।
তিস্তায় পানি না থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে দাবি করে বক্তারা বলেন, বর্তমানে আবার ভারত নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের পাঁয়তারা করছে। নতুন এসব খাল খননের চক্রান্ত বন্ধ, তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন বক্তারা
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]