রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
ভারত-বাংলার মিলনমেলায় দেখা হলোনা স্বজনদের
মোঃ রুহেল আহম্মেদ ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি দৈনিক শিরোমনিঃ নওগাঁর ধামইরহাট সীমান্তে মহামারি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় কয়েক হাজার মানুষ স্বজনদের একনজর দেখার জন্য ভীড় জমান। রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার আগ্রাদ্বিগুন বিওপির মেইন পিলার নং-২৫৭ এর অভ্যন্তরে কাউটিপাড়া সংলগ্ন মাঠের কাঁটাতারে বেড়ার দুই পার্শ্বে উৎসবমূখর পরিবেশে দুই বাংলার মানুষ মিলনমেলায় অংশগ্রহণ করে। মিলন মেলায় প্রতিবছর নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভারতের গেইট খুলে দিলে তারা বাংলাদেশের সীমানায় এসে বিভিন্ন পণ্য আদান-প্রদান করে থাকলেও এবারে মহামারি করোনা ভাইরাসের কারণে গেট খুলে দেয়া হয়নি।দুই বাংলার কয়েক হাজার মানুষের সমাগম দুইদিকে হলেও প্রিয়জনদের কাছে না পেয়ে অনেকেই বুকভরা কান্না নিয়ে ফিরে গেছেন। এদিকে আগ্রাদ্বিগুণ বিওপির বিজিবি সদস্যরা সকাল থেকে সাধারণ মানুষদের বিভিন্ন ভাবে সর্তকর্তা প্রদান করেন। পাশাপাশি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা মাইকিং এর মাধ্যমে বলেন বিশ্ব মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারনে আজকে মিলনমেলা অনুষ্ঠিত হবে না। আপনারা সবাই বাড়ি ফিরে যান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.