ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। অর্থনৈতিক সংকটের সময় দেওয়া বিভিন্ন সাহায্যের জন্য এ কৃতজ্ঞতা প্রকাশ করেন রনিল। বুধবার দেশটির সংসদে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেন, 'চরম দুর্যোগে বিভিন্ন রকম সাহায্য দিয়ে পাশে থাকার জন্য প্রতিবেশী দেশ ভারতের নাম আমি আলাদাভাবে স্মরণ করছি। তাদের সাহায্য ছিল একজন মুমূর্ষু মানুষকে নতুন জীবন দান করার মতো।' তিনি বলেন, 'প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ভারত সরকার আমাদের নতুন জীবন দিয়েছে। আমার এবং আমার জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সরকার এবং ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।' বিক্রমাসিংহে তাঁর ভাষণে বলেন, 'এখন থেকে শ্রীলঙ্কা একটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমাধানের দিকে এগোবে।' বিগত কয়েক মাস ধরেই অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা। কভিড-১৯ ও মহামারি-পরবর্তী সরকারের ভুল পদক্ষেপ পর্যটন ব্যবসা ও রেমিট্যান্সের ওপর নির্ভরশীল অর্থনীতির এই দেশটিতে সংকট ডেকে এনেছে। দেশটির ২ কোটি ২০ লাখ মানুষ কয়েক মাস ধরে খাদ্য ও জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ না থাকা, ব্যাপক মূল্যস্ম্ফীতির সঙ্গে জীবন যাপন করছে। এএফপি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]