রাশিয়া থেকে প্রতি মাসেই তেল কেনা বাড়াচ্ছে ভারত। একটি করে মাস শেষ হচ্ছে, আর ভারতীয় গণমাধ্যমগুলো জানাচ্ছে, রাশিয়া থেকে তেল কেনায় নতুন রেকর্ড গড়েছে ভারত। গত ফেব্রুয়ারি মাসেও তার ব্যত্যয় হয়নি। ইকোনমিক টাইমসের তথ্যানুসারে, ফেব্রুয়ারি মাসে ভারত রাশিয়ার কাছ থেকে দিনে ১৬ লাখ ব্যারেল তেল কিনেছে।
বিষয়টি হচ্ছে, ফেব্রুয়ারি মাসে ভারত বিশ্ববাজার থেকে যত তেল কিনেছে, তার ৩৫ শতাংশই কিনেছে রাশিয়ার কাছ থেকে, গত জানুয়ারি মাসে যা ছিল ২৮ শতাংশ। অথচ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানোর আগে ভারত মোট আমদানির মাত্র শূন্য দশমিক ২ শতাংশ তেল রাশিয়ার কাছ থেকে কিনত। এক বছরে তা ৩৫ শতাংশে উঠেছে।
বিষয়টি হচ্ছে, রাশিয়া আন্তর্জাতিক বাজারের চেয়ে কম দামে ভারতকে তেল দিচ্ছে। সস্তায় তেল কিনে ভারত বিদেশি মুদ্রা বাঁচাচ্ছে। সে জন্য তারা পশ্চিমাদের নিষেধাজ্ঞা তোয়াক্কা করছে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]