রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ভারী বর্ষনে চরম দুর্ভোগে খুলনা নগরবাসী
শেখ মাহাবুব আলম খুলনা জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শিল্পনগরী খুলনার অধিকাংশ এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। ফলে পুরো খুলনা মহানগরী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।খুলনায় আজ বুধবার (৭ জুলাই) দুপুর থেকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তৃর্ণ এলাকা। বিশেষ করে নগরীর শিববাড়ি, রয়েল মোড়,সোনাডাঙ্গা,খালিশপুর হাউজিং,সি এন্ড বি কলোনী,হাজ্বী ইসমাইল সড়ক,করিমনগর এলাকাসহ নগরীর অধিকাংশ নিম্ম এলাকায় কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর পানি। বাসা বাড়িতে ঢুকে যায় ময়লা-দুর্গন্ধযুক্ত নালা-নর্দমার পানি। চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।ভারী বর্ষনে নগরীর বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পানি ঢুকে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। রোগী নিয়ে বিপাকে পড়েন স্বজনরা।এদিকে বৃষ্টি হওয়ার দরুন হাটু পানি ঠেলে কেউ কেউ কর্মস্থল থেকে বাসায় ফেরেন। কেউ বা যাচ্ছেন তার আপন গন্তব্যে।পাশাপাশি নগরীর বিভিন্ন সড়কগুলো কাজ চলায় কোথাও রাস্তা ভাঙ্গা আবার রাস্তায় বড় বড় গর্তও আছে।যা পানিতে তলিয়ে যাবার দরুন দেখা যায়না। আর এতেই চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীর।পানি নিষ্কানের পথ বন্ধ হয়ে যাওয়া এবং যথাসময়ে নালা নর্দমা পরিষ্কার না করায় নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে মনে করেন সাধারণ মানুষ।জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে রক্ষায় খুলনা সিটি কর্পোরেশনের তত্বাবধানে চলছে ড্রেনেজ প্রকল্পের কাজ। জলাবদ্ধতা নিরসনে দ্রুত প্রকল্পের বাস্তবায়ন চায় খুলনা নগরবাসী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.