বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ঐতিহ্যবাহী চামড়ার হাট টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া । কোরবানীর পশুর চামড়া নিয়ে বিভিন্ন জেলা থেকে আসছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা, অপরদিকে লকডাউনের কারনে ট্যানারী মালিকরা চামড়া কিনতে আসতে না পারায় চামড়া বাজারে ধস নেমেছে।
বিক্রেতারা জানান, সরকার নির্ধারিত মূল্যে প্রতিবর্গফুট হিসাবে চামড়া কিনলেও বিক্রি করতে হচ্ছে প্রতি পিস হিসাবে , এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। অনেক ক্ষেত্রে লবন খরচের টাকাও উঠে আসছে না ।
মেট্রো ট্যানারীর প্রতিনিধি মঙ্গল জানায় বিদেশে চামড়ার বাজার কম,কষ্টিং খরচ বেশী হওয়ার কারনে সরকারের বেধে দেওয়া নির্ধারিত দামে চামড়া কিনলে লোকসান হবে ।
মৌসুমী চামড়া ব্যবসায়ীরা, ট্যানারী মালিকদের সিন্ডিকেটকেই দর পতনের জন্য দায়ী করছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]