টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের বির্তক যেন পিছুই ছাড়ছে না। একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে। তবুও সব কিছুকে এড়িয়ে ভাল থাকার চেষ্টা চালাচ্ছেন নুসরাত। ছোট্ট ঈশানকে নিয়ে দিব্য দিন কাটাচ্ছেন তিনি। আর সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করলেই নেটিজেনরা মুখিয়ে থাকছে নুসরাতকে জব্দ করার জন্য!
ঠিক এমনটাই ঘটলো সম্প্রতি। নুসরাত জাহান তার ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের ভিডিও। গর্ভাবস্থায় থাকার সময় এই বিজ্ঞাপনের শুট করেছিলেন তিনি। সঙ্গে ছিলেন ধারাবাহিকের অভিনেতা রাজা গোস্বামী। এই বিজ্ঞাপনের ভিডিও দেখেই নুসরাতকে কটাক্ষ শুরু করে দিল নেটিজেনরা।
নুসরাতের কমেন্ট বক্সে নজরে এল একের পর এক মন্তব্য। কেউ লিখলেন, এই ডিটারজেন্ট কি তোমার মতো মানুষের চরিত্রের দাগ তুলতে পারবে? আবার কেউ কেউ লিখলেন, নিজের হাতে কাপড় ধুয়েছো কখনও? অনেকে আবার এসব থেকে বেরিয়ে নুসরাতের ঠোঁট নিয়েও কুমন্তব্য করতে শুরু করেন। তবে এসব কটাক্ষের ভিড়ে কেউ কেউ নুসরাতের পোস্টে ভালবাসা দিয়েও ভরিয়েছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]