বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল।
আন্তর্জাতিক দাতা সংস্থা হিউমান কনসার্ন ইন্টারন্যাশনাল(এইসসিআই)’র অর্থায়নে ও বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠান সুশীলন এর বাস্তবায়নে চাইল্ড স্পন্সরশীপ(সিএসপি) প্রকল্পের ইনসেপশন মিটিং, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া চরে বাস্তবায়িত হচ্ছে।
জানা যায়, সিএসপি প্রকল্পটি দ্বিতীয় বছরের জন্য দাতা সংস্থার নিকট থেকে সম্মতিপত্র গ্রহণ করেছে এবং এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স থেকে অনুমোদন গ্রহণ করে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় এবং বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল দশটায় উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুনের নিকট জমা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হক , যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমিনুল ইসলাম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, জনসাস্থ্য প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, সুশীলনের প্রকল্পের সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির, দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ কমপ্লায়েন্স অফিসার মো. নাঈমুল হাসানসহ ফিল্ড ফ্যাসিলিটেটর, স্বেচ্ছাসেবক এবং উপকারভোগীর অভিভাবক বৃন্দ।
এসময় ইউএনও, এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। দাতা সংস্থা ও সুশীলনকে ধন্যবাদ জানান।
সমাজসেবা অফিসার, ভুঞাপুরে প্রকল্পের অফিস স্থাপনের কথা বলেন এবং এই উপকারভোগীর সংখ্যা আরো বৃদ্ধির জন্য দাতা সংস্থার প্রতি আহবান জানান।
প্রকল্পের আওতায় নির্ধারিত স্পন্সরশীপ প্রাপ্ত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ সহায়তা, পোশাক ,খাবার, প্রতিদিনের পুষ্টিকর খাবার, স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম এবং বছরব্যাপী সচেতনতামূলক কার্যক্রম অন্যতম।