টাঙ্গাইলের ভূঞাপুরে উৎসব মুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মতিথি শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ০৬ (সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার পরিষদ মিলনায়তনে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আয়োজনে শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন।
জন্মাষ্টমী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শংকর দাস । অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুহাস চন্দ্র সরকার।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: আহসান উল্লাহ, সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সরণ দত্ত, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক টুকু, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তাপস নারায়ণ দে সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাসান সরোয়ার লাভলু, প্রাক্তন রেলওয়ে কর্মকর্তা ভক্ত চরণ পাল, প্রাক্তন শিক্ষক কালী পদ বসাক, ভূঞাপুর কেন্দ্রীয় নাট মন্দির পরিচালনা কমিটির সম্পাদক মানিক দাস, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক রমা রাণী ভৌমিক, সহকারি শিক্ষক অর্চনা শর্মা, জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বসুদেব তরণী দাস, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘের সম্পাদক সুমন কুমার দে, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মিজানুর রহমান, সাংবাদিক ইব্রাহীম ভূঁঞা, মুহাইমিনুল ইসলাম হৃদয়, তৌফিকুর রহমান মানিক, ফরমান শেখ, আরিফুজ্জামান তপু, কামরান পারভেজ ইভান প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জন্মাষ্টমী উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব অভিজিৎ ঘোষ। অনুষ্ঠানে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর বাজার হিন্দু যুব সংঘ, সনাতন সংঘ ভূঞাপুর, ভূঞাপুর কেন্দ্রীয় নাট মন্দির, ভূঞাপুর কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট, স্বামী বিবেকানন্দ সেবা সংঘ ফলদা, গোবিন্দাসী গীতা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত সকলে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে তাঁর জীবন বিধান সম্পর্কে আলোকপাত করেন ও সমাজের বিভিন্ন অনাচার, দুবিত্তায়ন, দুর্নীতি বন্ধ করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভার পূর্বে ভূঞাপুর কেন্দ্রীয় নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরিশেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।