রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
ভূরুঙ্গামারীতে-চুরি করে আটক ছেলে,বাবার আত্মহত্যা
নয়ন দাস,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাই সাইকেল চুরির অভিযোগে ছেলে আটক হওয়ায় সন্মান হারানোর ভয়ে বিষপানে সোনা উল্লাহ মিয়া (৫২) নামের এক বাবা আত্মহত্যা করেছেন।রোববার (৮ আগষ্ট) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার ( ফুটানী বাজার) এলাকায় এ ঘটনা ঘটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের সোনা উল্লাহ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া (১৭) তার সহযোগী কালীরহাট গ্রামের মোঃ আশিক মিয়া (১৮) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে সুমন মিয়া (১৮) গত শুক্রবার (৬ আগষ্ট) রাতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের জনৈক আব্দুল লতিফের পুত্র আলতাফুরের (১৮) একটি বাই সাইকেল চুরি করে বিক্রি করে।রোববার (৮ আগস্ট) দুপুরে চুরির টাকা ভাগাভাগি করার সময় ভাগে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এতে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাজারের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গত বুধবার (৪ আগষ্ট) ভোরে সোনাহাট নতুন ব্রীজের কাজে ব্যবহৃত ২ টি ব্যাটারী ও একটি বৈদ্যুতিক মর্টার চুরির কথাও স্বীকার করে।অপরদিকে ব্রীজের কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার শামীম রেজা ব্যাটারী ও মটর চুরির বিষয়ে গত বৃহস্পতিবার ৫ আগস্ট থানায় একটি জিডি করেন।খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনতা কতৃক আটক রুবেলকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসে।চুরির ঘটনায় ছেলে রুবেলকে পুলিশের হাতে আটক হওয়ায় মান সন্মান হারানো ও লোকলজ্জার ভয়ে রুবেলের বাবা সোনাউল্লাহ মিয়া সন্ধ্যায় বিষ পান করে। পরে মুমুর্ষ অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১ টার দিকে মৃত্যু বরণ করেন।ভূরুঙ্গামারী থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রুবেলের বিরুদ্ধে সাইকেল ও ব্যাটারী চুরির কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায়, অপ্রাপ্ত বয়স ও তার পিতা বিষপানে অসুস্থ হলে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ইউপি সদস্য আসাদুল হকের জিম্মায় দেয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.