আন্তর্জাতিক ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ তাঁর ওপর নন্দীগ্রামে হামলা হয়েছে। তিনি আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, তিনি যখন ৪/৫জন ছেলের দ্বারা আক্রান্ত হন তখন সেখানে কোনও পুলিশ ছিল না। এমন কি পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন না। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতি এখন উত্তাল হয়ে উঠেছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তাঁর ওপর আক্রমণের ঘটনাকে ‘চক্রান্ত' বলছে। অন্যদিকে বিরোধীরা মমতার এই অভিযোগকে বলছে ‘নাটক’ । তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগকে বিজেপি নেতারা বলছেন, পরাজয় নিশ্চিত জেনে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করে মানুষের সহানুভূতি আদায় করার চেষ্টা করছেন।
বিজেপি-র পক্ষ থেকে আজ নির্বাচন কমিশনে (Election Commission) গিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। বিজেপি-র (BJP) তরফে এই ঘটনার জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছে। বিজেপি বলছে রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি এভাবে জেড প্লাস নিরাপত্তা থাকার পর আক্রান্ত হতে হয় তাহলে রাজ্যের ১০ কোটি মানুষের নিরাপত্তার কী হবে? তাই বিজেপি-র দাবি মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় নিরাপত্তা চান।
মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্রের অভিযোগ তুললেও স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে এটা হামলা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনা হয়েছে। তবে ঘটনা যাই হোক নির্বাচন কমিশন গতকালই এই ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে। নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার অভিযোগ জানিয়েছে । তৃণমূলের দাবি যখন থেকে নির্বাচন কমিশন রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে তখন থেকেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা খারাপ হতে শুরু করেছে। আক্রান্ত হচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তবে বিজেপির তরফে এই ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ্যে আনার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।
এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সিপিএম-এর পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেছেন তিনি নাটক করছেন। নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখার্জী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে এসব করে চলেছেন। কি হয়েছে সেটা জানার জন্য তদন্ত করা দরকার। এদিকে ভারতী ঘোষ এদিন ডেবরা শিব মন্দিরে পুজো দিয়ে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা চাই উনি রাজনীতিতে ফিরে আসুন, হাসপাতালে শুয়ে থাকলে হবে না। উনি নামুন, তারপর ওনাকে নির্বাচনে পরাজিত করবো।”
তাই বলা যায় মমমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ ও পাল্টা বিরোধীদের মন্তব্যে নন্দীগ্রাম আবার সংবাদের শিরোনামে চলে এলো। এমনিতেই ২০২১-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকায় চলে এসেছিল। এবার অতীতের ইতিহাস ভেঙে নন্দীগ্রাম আবার সংবাদ শিরোনামে চলে এলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]