রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১১ জানুয়ারি ২০২৫ | ২৭ পৌষ ১৪৩১ | ১০ রজব ১৪৪৬
ভোরের কাগজের বিরুদ্ধে মামলা; চরফ্যাশনে মানববন্ধন
জুলফিকার, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দৈনিক ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত,বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন,সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে ১০ কোটি টাকার মানহানি মামলার প্রতিবাদে ভোলার চরফ্যাশনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চরফ্যাশন প্রেসক্লাব'র আয়োজনে শনিবার (২১মে) বেলা ১১টায় কলেজ রোড প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে গণমাধ্যমকর্মীরাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন। এসময় ভোরের কাগজ চরফ্যাশন প্রতিনিধি এ আর সোহেব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সাবেক সভাপতি মনির উদ্দিন চাষি, সহ-সভাপতি আবু সিদ্দিক, ইয়াছিন আরাফাত, আমির হোসেন, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম দুলাল, যুগ্ম সম্পাদক জামাল মোল্লা ও নোমান শিকদার সহ দপ্তর সম্পাদক মিজান নয়ন, ধর্ম বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন জমাদার এবং ক্রিড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান নাজমুল, লোকমান হোসেন, আমিনুল ইসলাম, নুরুল্লাহ ভূইয়া, মনির আসলামী, হাসান লিটন সহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়া ভোরের কাগজের কন্ঠরোধ করার জন্য মাদক ব্যবসায়ী কর্তৃক কুমিল্লার আদালতে প্রকাশক ও সম্পাদকের বিরদ্ধে যে মানহানি মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার না করলে তৃণমূলের সাংবাদিকরা এক হয়ে সারাদেশে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.