নতুন একটি গ্যাসকূপের সন্ধান মিলেছে ভোলায়। এতে গ্যাস নিয়ে ভোলার সাধারণ মানুষের প্রত্যাশাও বাড়ছে। দেখা দিয়েছে, ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির সম্ভাবনা। ভোলাবাসীর চাওয়া, ভোলার গ্যাসে ভোলাতেই শিল্পকারখানা নির্মাণ করা হোক। মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক গ্যাস, এ দাবিতে বৃহস্পতিবার ভোলা সদর রোডে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সদুর চর এলাকার দক্ষিণ চরপাতা গ্রামের পেডিখাতের বিলের মধ্যে মিলেছে নতুন গ্যাসকূপের সন্ধান। এর নাম দেওয়া হয়েছে ‘ভোলা নর্থ-২’। নতুন এই গ্যাসকূপ দেখতে সেখানে বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছে।
ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, হালকা ও ভারী শিল্পকারখানা করার জন্য ভোলার মতো এমন উপযুক্ত এলাকা আর হয় না। তাই তাঁরা ভোলার গ্যাস দিয়ে ভোলায় শিল্পকারখানা নির্মাণের দাবি জানাচ্ছেন। ভোলায় পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে। একটি কূপ খনন করা হয়েছে।আগামী ফেব্রুয়ারিতে আরও একটি কূপ খননে হাত দেবে বাপেক্স। পর্যাপ্ত গ্যাস থাকা সত্ত্বেও ভোলার শতাধিক ইটভাটা, হোটেল-রেস্তোরাঁ ও গৃহস্থালির কাজে বনের গাছ জ্বালানি হিসেবে উজাড় করা হচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাসে ভোলাসহ উপকূল রক্ষাকারী বন ধ্বংস হচ্ছে, কিন্তু ভোলাবাসী রান্নার জন্য গ্যাস পাচ্ছেন না