রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১ | ৯ রজব ১৪৪৬
ভোলায় যথাযোগ্য মর্যাদা বিজয় দিবস পালিত
র্যালি শেষে চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল রব মিয়া -এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন চরমানিকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল রহমান সোহাগ মিয়া, সহ-সভাপতি মোছলেম উদ্দিন ডাক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আলী মিয়া মেম্বারও জাহাঙ্গীর তালুকদার, দক্ষিণ আইচা যুবলীগ যুগ্ন আহবায়ক সবুজ মুন্সী, মহিউদ্দিন, চরমানিকা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রানা, সাধারন সম্পাদক শামছুদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, যবুলীগ সভাপতি গিয়াস মেম্বার, সাধারন সম্পাদক হারুন মাষ্টার, শ্রমিক লীগের সভাপতি ফারুক শাল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন রাসেল, সাধারন সম্পাদক শেখ সাদি লিমন, দক্ষিণ আইচা থানা মৎস্য লীগের যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতি আবদুল রব মিয়া বলেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে বহু রক্তের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বাঙালি জাতীর মহান বিজয় সূচিত হয়। ১৯৭১ সালের ২৬শে মার্চ স্বাধীনতা ডাকের মধ্যে দিয়ে বাঙালি জাতী মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৬ই ডিসেম্বর তার পরিসমাপ্তি ঘটে। পাকিস্থানী হানাদার বাহিনী সেদিন পরাজয় স্বীকার করে বাঙালিদের কাছে। আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। বাঙালি জাতি পৃথিবীর মানচিত্রে ঘটেছিল স্বাধীন এক রাষ্ট্র যার নাম বাংলাদেশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.