রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৩ জানুয়ারি ২০২৫ | ১৯ পৌষ ১৪৩১ | ২ রজব ১৪৪৬
ভোলায় ১২বছর পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
জুলফিকার আলী, চরফ্যাশন উপজেলা প্রতিনিধি: ভোলার দক্ষিন আইচা ডাকাতি মামলায় ২৫ বছর ও অস্ত্র আইনে ১৪ বছর মোট ৩৯বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. নূরমোহাম্মদ (৪০) উপজেলার চরমানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলু মাঝির ছেলে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে আসামিকে চরফ্যাশন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আইচা থানার (ওসি) সাঈদ আহমেদের (পিপিএম) নেতৃত্বে এস আই আব্দুল খালেক, নেসার উদ্দিন, সবুজ কর, সালাউদ্দিন, মনির ও এ এস আই হারুন, সাইফুল ইসলাম, বাসুদেব সহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ১২ বছর পর আসামীকে তার বাড়ির পাশে বেড়িবাঁধের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি ২০১১ সালের ডাকাতি, অস্ত্র ও বনআইন সহ ৩ টি মামলার পলাতক আসামি। গ্রেফতারের পর তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.