চরফ্যাশন উপজেলা প্রতিনিধি : ভোলার চরফ্যাসনে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন দ্বীপ চরকুকরি-মুকররি ইউনিয়নে আফরিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে ওই ইউনিয়নের মুসলিম পাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ। নিহত আফরিন বেগম ওই এলাকার সোহেলের স্ত্রী।
স্থানীয়রা জানান, সোহেল ও আফরিনের দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। শনিবার দুপুরে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আফরিন আত্মহত্যা করেন। এ সময় তার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা থানায় খবর দেন। পরে থানা পুলিশ এসে আফরিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ থাকায় লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন দক্ষিণ আইচা থানার এস আই নাসির। দক্ষিণ আইচা থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।