কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ী। এরপর করোনা নেগেটিভ হলেও সচেতনতা অবলম্বন করে চলাফেরা করছেন বর্ষীয়ান এই গায়ক।
সেই ধারাবাহিকতায় এবার ভ্যাকসিন নিলেন তিনি। আর সেই খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বাপ্পী লাহিড়ী নিজেই।
এ বিষয়ে ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘অবশেষে ভ্যাকসিন নিলাম। দারুণ চিকিৎসাসেবার জন্য কোপার হাসপাতালের ডাক্তার টিমের প্রতি কৃতজ্ঞতা।’
এর আগে চলতি বছরের এপ্রিলে করোনা আক্রান্ত হয়েছিলেন বলিউডের ‘ডিস্কো কিং’। সেই সময় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা নিয়ে নেগেটিভ হন তিনি। কিন্তু ডাক্তারের পর্যবেক্ষণেই ছিলেন ৬৮ বয়সী এ তারকা। এবার ভ্যাকসিন নিয়ে জানালেন নিজের সচেতনতার কথা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]